ম্যাবকো ল্যাবরেটরিজ এর পক্ষ থেকে আপনাদের জানাই শতসহস্র প্রস্ফূটিতো পুষ্পিত শুভেচ্ছা। আমরা বাংলাদেশের ইউনানী পণ্যের অন্যতম বৃহৎ পণ্যসম্ভার নিয়ে আপনাদের স্বাস্থ্যসেবায় অনন্য নির্ভরতা ও নিশ্চয়তা দিতে নিরলস কাজ করে যাচ্ছি।
আমাদের এ কাজের সাথে আছে ইউনানী ক্ষেত্রের নেতৃত্ব প্রদানকারী উচ্চশিক্ষিত হাকীম,কেমিষ্ট, ফার্মাসিষ্টদের অভিজ্ঞ কর্মীবাহিনী।
প্রধান গবেষক
সহকারী গবেষক
সহযোগী গবেষক
গুণগতমান পরীক্ষক
কর্মক্ষেত্রে ধর্মীয় রীতিনীতি পালনের সুবিধার্থে আছে নামাজ পড়ার জন্যে সুসজ্জিত কক্ষ।
আমাদের নিজস্ব উৎপাদন প্রক্রিয়ার জন্যে ও গবেষণা সূবিধার জন্যে আছে ছাদবাগান।
আমাদের পণ্যসম্ভার বাড়ানো ও বিদ্যমান পণ্যর উদ্ভাবন এর জন্য আছে আধুনিক ল্যাবরেটরি
আমাদের আছে বাংলাদেশের ইউনানী ক্ষেত্রের নেতৃত্ব প্রদানকারী উচ্চশিক্ষিত অভিজ্ঞ কর্মীবাহিনী
এরিকো ল্যাবরেটরিজ, ম্যাবকো ল্যাবরেটরিজ এর একটি সহপ্রতিষ্ঠান। এরিকো ল্যাবরেটরিজ আমাদের উৎপাদন ও বিতরণ নেটওয়ার্ক এর উল্লেখযোগ্য অংশ।
এরিকো ল্যাবরেটরিজ এর অফিস ব্যাংকটউন সাভার এ।
Copyright © 2021. All rights reserved. Mabco Laboratories Unani Ltd.
Ⓓ 2021 Developed By :: Skies Engineering & Technologies Company - SETCOL