image

পণ্য সম্পর্কে জানুন

পণ্যর খুঁটিনাটি
image

বিপ্রাটিড

উৎপাদনে-ম্যাবকো ল্যাবরেটারিজ ইউনানী

বিপ্রাটিড-এ ব্যবহৃত উপাদানসমূহে বিভিন্ন প্রকার কার্যকর এলকালয়েড বিদ্যমান আছে। মূলার সক্রিয় উপাদান রাফুনাস এবং কাসনী বীজের সক্রিয় উপাদান টেনিন পাকস্থলিতে অতিরিক্ত এসিড নিঃস্বরণকে বন্ধ করে এবং পাকস্থলির বায়ুকে উধ্বগতির মাধ্যমে ইসোফিগাস দিয়ে বের করে দেয়। রেউচিনির এলকারয়েড এনথ্রাকুইনােন লিভারের পিত্তরসের নিঃস্বরণকে বাড়িয়ে পাকস্থলীতে হজমশক্তি বৃদ্ধি করে। লৌহ, রক্তের উপাদান হিমগ্লোবিনের ঘাটতি পূরণ করে ফলে জন্ডিস থেকে মুক্ত থাকে। নিশাদল লিভার নিরাময় করে।

কার্যকারিতা :

পান্ডুরোগ (জন্ডিস), পিত্ত নিঃসরণের পথে প্রতিবন্ধকতা, যকৃতের দুর্বলতা, যকৃত প্রদাহ।

উপাদানসমূহ :

তোখমে কাসনী, রেউচিনি, শোরা, নিশাদল, লৌহমল, মূলার রস

পার্শ্বপ্রতিক্রিয়া :

এখন পর্যন্ত কোনোরূপ পার্শ্বপ্রতিক্রিয়া পরিলক্ষিত হয় নাই

ভেষজ মিথস্ক্রিয়া :

কোনোরূপ ভেষজ মিথস্ক্রিয়া পরিলক্ষিত হয় নাই

প্রতিনির্দেশনা :

তৈলাক্ত জাতীয় খাবার খাওয়া থেকে বিরত থাকা বাঞ্চনীয়।

সতর্কতা :

চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ঔষধ সেবন করা বাঞ্চনীয়।

সেবনবিধি :

১টি ক্যাপসুল দিনে ১-২ বার আহারের ২০ মিনিট আগে অথবা চিকিৎসকের পরামর্শমত সেব্য।

ঔষধ শ্রেণী :

ক্যাপসুল

উৎপাদনস্থান :

বাংলাদেশ

প্রাপ্যতা :

প্রাপ্য

image

আমাদের সাথে যোগাযোগ করুন

বার্তা দিন