image

পণ্য সম্পর্কে জানুন

পণ্যর খুঁটিনাটি
image

ইবতি

উৎপাদনে-ম্যাবকো ল্যাবরেটারিজ ইউনানী

একটি ভেষজ উপাদানের নির্যাস দ্বারা তৈরি তরল ঔষধ যা প্রাপ্ত বয়স্ক মহিলা রোগীদের মুখে খাওয়ার উপযোগী। ইবতি মহিলাদের যৌনিপথ ও জরায়ুর নানাবিধ রোগে বিশেষ উপকারী। ইহা সেবনে প্রাপ্ত বয়স্ক মহিলাদের সাদাস্রাব/শ্বেত প্রদর, ঋতু স্রাবের গোলযোগ ভালো হয়। ইবতি জরায়ুর দুর্বলতা দুর করে এবং জরায়ু প্রদাহ নিরাময়ে অতুলনীয়। ইবতি সেবনে মহিলাদের মাসিকের ব্যথা উপশম হয়ে থাকে।

১. তোখমে শিব্বাত/শুলফা বীজ :শুলফা বীজ এ বিদ্যমান রাসায়নিক উপাদান- Apiol, m-diaminobenzene, Beta-butrolactone, Isobutyl acetone, Protein, Crude, Fibre, Palmitic, linoleic acid, Calcium, Magnesium, Sodium, Iron, Lysine, Glycine. শুলফা বীজ বায়ুনাশক, পেট ফাপা, অন্ত্রশূল ব্যথা ও হিক্কা রোগে বিশেষ উপকারী। ইহা গ্রাম পজিটিভ অনেক ব্যাকটেরিয়া ধ্বংস করে যা মহিলাদের জরায়ু ও যৌনিপথের বিভিন্ন রোগের জন্য দায়ী। ইহা মহিলাদের তলপেটের ব্যথা উপশম করে থাকে।

২. আবৃহাল/আওবেল : আওবেল এ বিদ্যমান রাসায়নিক উপাদান-Alpha- pinen, Beta-pinen, Apigenin, Sabinene, Beta-Sitosterol, Camposterol. Limonene, Eupressuflavone. আওর্বেল সর্বপ্রকার জরায়ু রােগে অধিক কার্যকরী ও পক্ষাঘাতে বিশেষু উপকারী। অর্ধাঙ্গ, অঙ্গঢিলা, অর্শ ও শোথ রোগনাশক। পাকস্থলীর শক্তিবর্ধক, বায়ু নাশক, যৌন শক্তিবর্ধক, হাঁপানি ও ফুসফুস ব্যথায় উপকারী।
ইহা স্ত্রীলোকের ঋতুস্রাব প্রবাহক ও রজ:কৃচ্ছতায় বিশেষ উপকারী।

৩, বাদিয়ান/মৌরি : বাদিয়ান এ বিদ্যমান রাসায়নিক উপাদান-Xanthotoxin, Bergapten, Psovalen, Scoparone, Venilin, Arachidic esters, Flavonoids. বাদিয়ান পাকস্থলী সবলকারক ও ব্যথা নিবারক এবং বায়ু নাশক। যকৃত, প্লীহা ও মূত্রাশয়ের প্রতিবন্ধকতা দুর করে এবং ঋতু ও মূত্র প্রবাহক। দুগ্ধ বৃদ্ধি করে।

৪. অশোকছাল : অশোকছাল এ বিদ্যমান রাসায়নিক উপাদান – Haematorylin, Tamins, Catechel, Epicatechin, Crystalline galactoside, ketosterol, Saponine, Organic Calcium Salt, Oxytocic. অশোকছাল ধারক ও রক্তরোধক। পাকস্থলী, যকৃত ও প্লীহা রােগে বিশেষ উপকারী। ইহা অতিরিক্ত রক্তস্রাব ও রক্তপ্রদাহ জনিত জরায়ুর রোগে অতুলনীয়।

৫. এসগন্দ/অশ্বগন্ধা : অশ্বগন্ধা জরায়ুর শক্তিবর্ধক, বলকারক, মােটা কারক ও যৌন উত্তেজক। অশ্বগন্ধা ঋতুস্রাব বন্ধ করে এবং নিদ্রাকারক ও শ্রবণ শক্তিবর্ধক। শ্বাস, কাশ, ব্রঙ্কাইটিস, কোমর ও বাত ব্যথায় উপকারী।

৬. ওলট কম্বল : ওলট কম্বল এ বিদ্যমান রাসায়নিক উপাদান- Taraterol, Acetate, Beta-sitosterol, Alkaloids, Abromine, Choline and Betaine, Stigmasterol, Digitonide, Lenoleic acid, Augustic acid. ওলট কম্বল অনিয়মিত ঋতুস্রাব ও বন্ধাতুরোধ করে। কম ঋতুস্রাব ও অনিয়মিত ঋতুস্রাব রোগে ওলট কম্বল পরীক্ষিত ঔষধ | বিলম্ব রজঃ ও কষ্টরজে বিশেষ উপকারী।

৭. সুম্বুলুত-তীব/জটামাংসী : জটামাংসীতে বিদ্যমান রাসায়নিক উপাদান-E-2-methyl, 2-Propenoic acid, Jatamansi acid, Calorene, Valerena Nordol A, Aristolin, Jatamansi A & B. জটামাংসী ঋতু ও প্রস্রাব প্রবাহক ও পাথুরী নিষ্কাশক। পাকস্থলী, অন্ত্রনালী, যকৃত ও মস্তিষ্কের শক্তি বৃদ্ধিতে বিশেষ উপকারী। চুল কালো করে ও গোড়া শক্ত করে এবং জরায়ু রোগে বিশেষ কার্যকরী।

৮. হীল কালা/বড় এলাচ : এলাচ এ বিদ্যমান রাসায়নিক উপাদান-Cineol, Terpinyl acetate Limonene, Alpha-pinene, Beta-pinene, Alpha-terpneol. পাকস্থলী, হৃদপিণ্ড এবং মস্তিষ্কের শক্তিবর্ধক ও আনন্দ দায়ক। হজম শক্তি বৃদ্ধি করে ও সর্দি, কাশি এবং হাঁপানি রোগে উপকারী। বমি বমি ভাব রােধক এবং প্রস্রাব কারক ও অর্শরােগ নিবারক। দাঁতের ব্যথা নিবারক, চোখের জ্যোতি বৃদ্ধি করে ও মুখের দুর্গন্ধ দূর করে।

৯. মভের্য মুনাক্কা/কিসমিস : কিসমিস এ বিদ্যমান রাসায়নিক উপাদান-Organic acid (malic,oxalic, fumaric, ascorbic, citric, tartaric), Phenolic acids, Lipid enzymes, Carbohydrate, Terpenes. হৃদপিণ্ডের শক্তিবর্ধক, কোষ্ঠ কাঠিন্য দূর করে, রক্ত সঞ্চালন এর ভারসাম্য বজায় রাখে এবং মাথা ব্যথায় উপকারী। স্মৃতিশক্তি ও হজম শক্তিবর্ধক চোখের জ্যোতি বৃদ্ধি করে। কিডনী রোগে ও ত্বকের যত্নে বিশেষ কার্যকরী।

কার্যকারিতা :

অনিয়মিত ঋতুস্রাব, ঋতু বদ্ধতা, কষ্টরজঃ, শ্বেতপ্রদর, জরায়ু প্রদাহ, জরায়ুর দুর্বলতা।

উপাদানসমূহ :

তোখমে শিব্বাত, আবহাল/আওবেল, বাদিয়ান,অশোকছাল,সা'দ কুফী/মূথা,অশ্বগন্ধা,রান্ধুনি বীজ, শীতরজ হিন্দী/চিতামূল, চুচিনি/ততাপচিনি, পুদিনা খুশক, বরমমভী/ শিয়ালকাঁটা, কাবাবচিনি, সুমবুলুত-তীব/জটামাংসী, সলীখা/ তজ, হীল কালা/বড় এলাচ, মভেয মুনাক্কা/কিসমিস

পার্শ্বপ্রতিক্রিয়া :

স্বাভাবিক মাত্রায় সেবনে কোনোরূপ পার্শ্বপ্রতিক্রিয়া পরিলক্ষিত হয় নাই

ভেষজ মিথস্ক্রিয়া :

কোনোরূপ ভেষজ মিথস্ক্রিয়া পরিলক্ষিত হয় নাই

প্রতিনির্দেশনা :

গর্ভাবস্থায় ঔষধটি সেবন থেকে বিরত থাকুন।

সতর্কতা :

সর্বদা শিশুদের নাগালের বাহিরে রাখুন। আলে থেকে দূরে ও শুষ্ক ঠান্ডা স্থানে রাখুন। ব্যবহারের পূর্বে বোতল ভালোভাবে ঝাঁকিয়ে নিন।

সেবনবিধি :

প্রাপ্ত বয়স্কঃ ১০-২০ মি.লি, প্রতিবারে দিনে ১-২ বার অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেব্য।

ঔষধ শ্রেণী :

তরল

উৎপাদনস্থান :

বাংলাদেশ

প্রাপ্যতা :

প্রাপ্য

image

আমাদের সাথে যোগাযোগ করুন

বার্তা দিন